Sunday 18 December 2016

m88a
Tentu saja, Anda akan menemukan di Bet365 semua olahraga utama, liga dan kompetisi berlangsung secara internasional, seperti Premier League Inggris dan Formula 1, dll. Namun, jika Anda sedang mencari sesuatu niche olahraga yang  link alternatif bet365 lebih kecil maka ini adalah tempat taruhan untuk Anda, karena kita bisa menemukan liga dan kompetisi kurang dikenal yang mungkin bisa meningkatkan dompet Anda, ketika orang lain mungkin tidak begitu menyadari peluang berpotensi menguntungkan tersebut.

Thursday 15 December 2016

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাকিব আল হাসানের ঢাকার মুখোমুখি হবে সাব্বির রহমানের রাজশাহী কিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যালেন নাইন ও সনি সিক্স।
রাজশাহী কিংসের খেলোয়াড়েরা :

Tuesday 6 December 2016

four percent group

Hi, with all the buzz evading The Four Percent Group, some of you adequately found out about it, yet a substantial bit of you don't. Which is the reason I four percent group made a study that clears up in purposes of premium what the association is and how it can help you.The Four Percent Group is a money period system that has been made by Vick Strizheus. You will make sense of how to make fights that will make them pick up trade out a short measure of time. It doesn't have any kind of effect what kind of advancing foundation you may in the blink of an eye have (you can be an aggregate learner with no considered how to go about web promoting) – this planning will walk you through the entire process.Thanks for passing by my webpage.

Monday 5 December 2016

Web Design Malaysia

Web Design Malaysia

When Lionel Messi, Neymar were beaten by little-known Malaysian player to a Fifa award

Kuala Lumpur: A Malaysian footballer has beaten any semblance of Neymar and Messi to score a place in Fifa's waitlist for main three objectives of the year.

Midfielder Mohamad Faiz Subri's wafer of a free kick for Penang state in the Malaysian Super League in February was reminiscent of the swerving thunderbolt by Brazil legend Roberto Carlos against France in 1997.

Document photograph of Lionel Messi and Neymar. Getty ImagesFile photograph of Lionel Messi and Neymar. Getty Images



Footage of the 29-year-old scoring a violently swerving objective from 35 meters (115 feet) out has turned into a web sensation, making him a sensation in football-insane Malaysia.

"This is something I will always remember and it spurs me to enhance my diversion advance," Faiz told AFP on Thursday.

"Football unites individuals and football supporters here are of many races, Chinese, Indians and Malays, and they voted in favor of my objective," he included.

Ten Fifa Puskas Award 2016 finalists, browsed a great many objectives scored the world over between September 2015 and September 2016, were uncovered a month ago.

Fifa reported that Brazil's Marlone and Venezuela's lady footballer Stephanie Roche were joining Faiz on the waitlist.

The victor will be reported on 9 January in Zurich. For the present, Malaysia's football legend is playing it cool.

"It's not time for celebrating yet," Faiz said. "How about we hold up till 9 January."

Monday 14 November 2016

কুমিল্লাকে হারিয়ে দাপুটে জয় পেল ঢাকা

কুমিল্লাকে হারিয়ে দাপুটে জয় পেল ঢাকা
টসে হেরে ব্যাট করতে নেমে মেহেদী মারুফের ৬০ ও নাসির হোসাইনের ৪৩ রানে উপর ভর করে বড় স্কোরের পথেই এগোচ্ছিল ডাইনামাইটস।
শেষের দিকে সাকিব-ব্রাভোদের ছোট ইনিংসে এবারের বিপিএলের সর্বোচ্চ স্কোর গড়ে ঢাকা। ফর্মহীনতায় ভুগতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডারের জন্য লক্ষ্যটা কঠিনই বটে।
ইনিংসের শুরুতেই ঢাকার বোলাররা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ব্যাটিং পাওয়ারপ্লের চতুর্থ ওভারে এসে নাসির হোসাইনের বলে ধরা পড়েন ইমরুল।
আরেক ওপেনার জশিম উদ্দিনকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় নি লঙ্কান লেগ স্পিনার প্রসন্ন। বিপদের মুখে এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা আহমেদ শেহজাদকে অল্প রানে ফেরান মোসাদ্দেক।
দ্রুত উইকেট হারিয়ে ধুকতে থাকা ভিক্টোরিয়ান্সদের মিডেল অর্ডারে কেউই বড় দাঁড়াতে পারছিলেন না। নাজমুল হাসান শান্ত কিছু রান যোগ করলেও সানজামুলের স্পিনে বোল্ড হন তিনি।
কুমিল্লার ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ায় ব্যস্থ, ঢাকার বোলাররা তখন জয়ের গ্রান পাচ্ছিল। ইনিংসের দশম ওভারে ডেসকাটেকে হারায় কুমিল্লা।
দলের স্কোর তখন ৭০ রান ছয় উইকেটে। মোহাম্মাদ শহীদের বলে আল আমিন কট বিবাইন্ড হলে ঢাকার জয় সময়ের ব্যাপার হয়ে পড়ে।
পরবর্তীতে সোহেল তানভির ও মাশরাফি জুটি গড়ে কিছু রান যোগ করেন। ১৬তম ওভারে দলীয় ১১১ রানের সময় বোপারার বলে কট বিহাইন্ড হন তানভির।
তানভির বিদায় নিলেও মাশরাফি তার স্বভাবসুলভ ব্যাটিং করে যান। সাকিবের করা ১৯তম ওভারে চারটি ছয় হাঁকান টাইগার কাপ্তান। শেষ ওভারে এসে ৪৭ রানে শহীদের বলে বোল্ড হন তিনি।
একই ওভারে সাইফুদ্দিন দুটি চার ও একটি ছয় হাঁকালে ২০ ওভারে ১৬১ রানে থামে কুমিল্লার স্কোর। ৩৫ বলে পাঁচটি ছয় ও দুটি চারের মারে সাজানো মাশরাফির ইনিংসটি শুধু পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
৩৩ রানের জয়ের দিনে ঢাকার হয়ে মোহাম্মাদ শহীদ তিনটি ও প্রসন্ন দুটি উইকেট শিকার করেন।

Basic Web Design Bangla Tutorial part-06| How to create a advance menu

Sunday 13 November 2016

বিপিএলে সাব্বিরের বিস্ফোরক সেঞ্চুরি

৮৭ রান থেকে মনির হোসেনকে এক ছক্কায় নার্ভাস নাইন্টিজে ঢুকলেন সাব্বির রহমান। কোথায় কি নার্ভাসনেস! পরের বলেই আরেক ছক্কায় ৯৯! দুই বলে যা চেয়েছেন তাই করতে পেরে উদযাপন করে নেন সাব্বির। কিন্তু বিপিএলে নিজের প্রথম এবং বাংলাদেশী হিসেবে তৃতীয় সেঞ্চুরি করতে পরের ওভার পর্যন্ত অপেক্ষা করেন। আবু হায়দারকে লেগ সাইডে খেলে দুটি রান। এবং ৫৩ বলেই সেঞ্চুরি সাব্বিরের! বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সেঞ্চুরিও বটে। বিধ্বংসী সেঞ্চুরি করতে সাব্বির মেরেছেন ৮টি ছক্কা ও ৬টি বাউন্ডারি! ৭২ রানই বাউন্ডারিতে! ৫০ করেছিলেন ২৬ বলে। সেখানে ৪টি ছক্কা ও ৩টি চার ছিল। এবারের আসরে এটাই প্রথম সেঞ্চুরি।
তখনো ব্যাট করছেন সাব্বির। আগ ব্যাট করে বরিশাল কিংস ৪ উইকেটে করে ১৯২ রান। এই বিপিএলের সর্বোচ্চ দলগত রান। মুশফিকুর রহীম খেলেন অপরাজিত ৮১ রানের ইনিংস। সাব্বিরের ব্যাটে সেই রান তাড়া করেই জেতার স্বপ্ন দেখছে রাজশাহী কিংস। এই রিপোর্ট লেখার সময় ১৫ ওভারে ৪ উইকেটে ১৫০ রান রাজশাহীর। ৩০ বলে আর ৪৩ করলেই রেকর্ড ভাঙা জয় তাদের। অধিনায়ক ড্যারেন স্যামি (৫) সাব্বিরের সঙ্গী। বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ১০৯ রান করে অপরাজিত সাব্বির। 
বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে প্রথম সেঞ্চুরিটা ২০১৩ সালে করেছিলেন শাহরিয়ার নাফীস। এদিন বরিশালের বড় সংগ্রহে যার অন্যতম প্রধান ভূমিকা। ৬৩ রান করেছেন ৪৪ বলে। নাফীস সেঞ্চুরিটা সেবার করেছিলেন খুলনার হয়ে। ৬৮ বলে সেঞ্চুরি ছিল। ১০২ রানে অপরাজিত ছিলেন। নাফীসের পর সেবারই মোহাম্মদ আশরাফুল ঢাকার হয়ে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন। তিনি অপরাজিত ছিলেন ১০৩ রানে। বাংলাদেশি হিসেবে তার দ্রুততম ও সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড এদিন ভেঙেছেন ২৪ বছরের সবুজ চোখের ব্যাটসম্যান সাব্বির।
সাব্বিরের এই বিধ্বংসী সেঞ্চুরির জন্য আল-আমিন হোসেনের কপাল চাপড়ানোর কথা। ব্যক্তিগত ১৪ রানে ক্যাচ তুলেছিলেন সাব্বির। সহজ ক্যাচটি দেখেশুনে ফেলে দিয়েছিলেন আল-আমিন। ৩ নম্বরে ব্যাট করছেন সাব্বির। প্রথম ওভারেই এসেছেন ক্রিজে। আল-আমিন জোড়া উইকেট তুলে নিয়ে এরপর ৪৯ রানে ৩ উইকেট হারানো দল বানিয়ে দেন রাজশাহীকে। সাব্বির রুখে দাঁড়ান। প্রচণ্ড সাহসে এগিয়ে যান নতুন ইতিহাস গড়তে। বিপিএলে তার আগের সর্বোচ্চ ছিল গত আসরে করা আগ্রাসী ৪৯ বলের ৭৯।

Friday 11 November 2016

সন্ধায় সাকিবের-সাব্বির মুখোমুখি , একাদশে আছেন যারা

সন্ধায় সাকিবের-সাব্বির মুখোমুখি , একাদশে আছেন যারা
 বিপিএলের চতুর্থ আসরে দুই দলের শুরুটা হয়েছিল দু’ভাবে। বরিশাল বুলসকে আট উইকেটে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটস। আর রাজশাহী কিংস জয়ের দ্বারপ্রান্তে গিয়েও জিততে পারেনি। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের কাছে মাত্র তিন রানে হেরে যায় রাজশাহী। তাই ঢাকার লক্ষ্য থাকবে জয়ের ধারা অব্যাহত রাখা। আর রাজশাহী কিংসের জন্য ঘুরে দাঁড়ানোর পালা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাকিব আল হাসানের ঢাকার মুখোমুখি হবে সাব্বির রহমানের রাজশাহী কিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যালেন নাইন ও সনি সিক্স।
রাজশাহী কিংসের খেলোয়াড়েরা :
সাব্বির রহমান (আইকন), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সালমান হোসেন, ইবাদত হোসেন, দেলোয়ার হোসেন, রকিবুল হাসান, আবুল হাসান, রনি তালুকদার, ড্যারেন স্যামি, উপল থারাঙ্গা, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, উমর আকমল, কেসরিক উইলিয়ামস, মিলিন্ডা সিরিবর্ধনা।
ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড়েরা :
সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, সেকুগে প্রসন্ন, রবি বোপারা, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, উসামা মির, এভিন লুইস ও ওয়েন পারনেল।

Saturday 5 November 2016

যশোরে ইত্যাদির অনুষ্ঠান। এই প্রথম যশোরে ইত্যাদির অনুষ্ঠান তার ভিডিও



বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো যশোরে ইত্যাদির অনুষ্ঠান ও ভিডিও ধারন। এটি সম্প্রচারিত হবে ১৮ নভেম্বর রাত ৮ঃ৩০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়াল্ডে। সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

ফিরলেন সারিকা.. সারিকাকে কার কার ভাল লাগে জানাবেন..

ফিরলেন সারিকা.. সারিকাকে কার কার ভাল লাগে জানাবেন..
   
গত ঈদুল আজহার পর আর কোনো নাটকে অভিনয় করেননি ছোট পর্দার মডেল ও অভিনেত্রী সারিকা করিম। অভিনয় না করা প্রসঙ্গে কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, তাঁর দেড় বছরের মেয়ে অসুস্থ। অসুস্থ মেয়েকে রেখে শুটিং করতে চান না। বলেছিলেন, ‘আগে আমার মেয়ে। তারপর অভিনয়।’
প্রায় দুই মাস বিরতি দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন ছোট পর্দার এই তারকা। একসঙ্গে দুটি এক ঘণ্টার নাটকে অভিনয় করছেন তিনি। নাটক দুটি হলো বি ইউ শুভর ‘কিলার’ ও সাখাওয়াত মানিকের ‘আমন্ত্রণ’।
সারিকা বলেন, ‘এখন আমার মেয়ে সুস্থ হয়ে উঠেছে। তাই কাজে ফিরে আসলাম।’ 
সারিকা বলেন, আজ শনিবার থেকে কক্সবাজারের লোকেশনে নাটক দুটির শুটিং শুরু হয়েছে। দুটি নাটকের টানা চার দিন কাজ হবে সেখানে। 
দুটি নাটকেই সারিকার বিপরীতে অভিনয় করছেন ইমন। দুটি নাটকেই আরও অভিনয় করছেন সামিরা খান মাহি, রানী আহাদ, অবাক প্রমুখ।

BPL খেলার সব শেয খবর ও নাসির ও আল আমিন কে বাদ দিয়ে দল গঠন..

Friday 4 November 2016

নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন মোস্তাফিজ, সঙ্গে তিন নতুন মুখ....


বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার রাত পৌনে ৯টার পরে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২২ জনের খেলোয়াড় তালিকা প্রকাশ।
সেই দলে আছে পেসার  মোস্তাফিজুর রহমানের নাম। আবার ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ২২ জনের দলে উল্লেখযোগ্য সংযোজন কাটার মাস্টার। শুধু দলে থাকাই নয়, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন, কাঁধের অপারেশনের পর এখন রিহ্যাবে থাকা কাটার মাস্টারও যাচ্ছেন অস্ট্রেলিয়ায় পূর্ব প্রস্তুতি এবং নিউজিল্যান্ড সফরে। এছাড়া পেসার তাসকিন আহমেদকেও ওই দুই সফরের জন্য বিবেচনায় আনা হয়েছে। এই দ্রুত গতির বোলারও আছেন মূল দলে।
সদ্য সমাপ্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথামকি দলে ছিলেন অথচ ওই দলে জায়গা হয়নি, এমন পারফরমার আছেন তিনজন। অলরাউন্ডার নাসির হোসেন, পেসার কামরুল ইসলাম রাব্বি ও আল আমিন হোসেন। এছাড়া তিন তরুণ প্রথমবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। তারা হলেন টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার ইবাদত হোসেন ও লেগস্পিনার কাম মিডল অর্ডার তানভির হায়দার। তবে নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেন ২২ জনে থাকলেও তারা যাচ্ছেন ডেভোলপমেন্ট পারফরমার হিসেবে।
দল সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, `আমরা যে ২২ জনের তালিকা দিয়েছি, তারা সবাই অন্ট্রেলিয়ায় প্রস্তুতি সফর এবং নিউজিল্যান্ডে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাবে। তবে ওই ২২ জনের ২০ জনকে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়ন্টির জন্য বিবেচনা করা হয়েছে। আর নাজমুল হোসেন শাস্ত এবং ইবাদত হোসেন দলের সঙ্গে সফর করবে। তবে তারা ডেভোলপমেন্ট পারফরমার হিসেবে ওই সফরে থাকবে। বাকি ২০ জনের মধ্য থেকে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট স্কোয়াড সাজানো হবে।`
ডাক পাওয়া ২২ জন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, মোহাম্মদ শহীদ, এবাদত হোসেন ও তানভির হায়দার।


পরিবারসহ গতকাল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তামিম ইকবাল।

পরিবারসহ গতকাল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন তামিম ইকবাল। 

এখানে কয়টা 7 আছে? সবার কাছে উত্তর চাই

এখানে কয়টা 7 আছে?
সবার কাছে উত্তর চাই

How to create potato Recipes|Top 10 Recipe | Best potato recipe in the world..

ব্রেকিংঃ কুমিল্লা-রাজশাহীর ম্যাচ বাতিল



বৃষ্টির কারণে শেষ পর্যন্ত বাতিল ঘোষণাই করতে হলো বিপিএলের উদ্বোধনী ম্যাচটি। এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস। দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হওয়ার কথা। সময়মত টসও হয়েছিল এবং টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজশাহী।
কিন্তু সাগরে নিম্নচাপ এবং সে প্রভাবে বৃষ্টির কারণে বিকাল ৪.৫০ পর্যন্ত অপেক্ষা করার পর উদ্বোধনী ম্যাচটা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি নিয়ার রশিদ। ম্যাচের দুই আম্পায়ার ছিলেন রানমোর মার্টিনেজ এবং মাসুদুর রহমান।
এদিকে আবহাওয়ার অবস্থা পরিবর্তন না হলে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে কিনা সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।
দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা এবং শহীদ আফ্রিদির রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দেয়ায় সারাদেশেই চলছে বৃষ্টির প্রকোপ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে বিকাল, সন্ধ্যা এবং রাত তিনবেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে
বিস্তারিত আসছে…

দেখুন কিভাবে আপনি ঘরে বসে আপনার মুখের দাগ দুর করবেন...How to remove dark spot or black spots from face in 7 days.

দেখুন কিভাবে আপনি ঘরে বসে আপনার মুখের দাগ দুর করবেন...

Thursday 3 November 2016

Basic Web Design Bangla Tutorial Part-5 | How to Create Menu Tutorial-2016.

Basic Web Design Bangla Tutorial-2016 part 03

Basic Web Design Bangla Tutorial Part-4| Use input type tags 6 way in Bangla Tutorial 2016.

Basic Web Design Bangla Tutorial Part-4| Use input type tags 6 way in Bangla Tutorial 2016.


Agarwal Kajal আমার পি্রয় তারকা....আপনাদের.....যাদের পি্রয় শুধু Like , Comment করবেন..

Agarwal Kajal আমার পি্রয় তারকা....আপনাদের..... যাদের পি্রয় শুধু Like , Comment করবেন..



 

It is my favorite Actor...

Basic Web Design Bangla Tutorial-2016 part 03

আগামী এক বছর কার কার বিপক্ষে খেলবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে দীর্ঘ ১০ মাসের বিরতির পর আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরেছিল বাংলাদেশ দল। দীর্ঘ এই বিরতির পর আবারও ব্যাস্ত হয়ে পড়ল টাইগাররা। আফাগান সিরিজের পর খেলেছে ইংল্যান্ডের সাথে দুর্দান্ত সিরিজ। গড়েছে একের পর এক ইতিহাস।
আফগানিস্তান সিরিজের আফগানদের বিপক্ষে ২-১ সিরিজ জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে ২-১ সিরিজ পরাজিত হয় বাংলাদেশ। এরপর দীর্ঘ ১৫ মাস পর টেস্ট খেলতে নামে টাইগাররা। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম বারের মতো পরাশক্তি ইংল্যান্ডকে টেস্টে হারিয়েছে টাইগাররা।
প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষপর্যন্ত ২২ রানে হারের আক্ষেপে পুড়তে হয়েছে টাইগারদের। তবে ঢাকা টেস্টে ১০৮ রানে জিতে নতুন ইতিহাস তৈরি করেছে মিরাজ-সাকিব-মুশফিকরা।
ক্রিকেটে মুশফিক বাহিনীর সাম্প্রতিক এ সাফল্যের ধারাবাহিকতা দেখতে চান সমর্থকরা। ইংল্যান্ডের পর কার বিপক্ষে খেলছি আমরা। চলুন জেনে নেই আগামী বছর বাংলাদেশ কবে কোনো দলের বিপক্ষে মুখোমুখি হচ্ছে-

Basic Web Design bangla tutorial- Part-02



বাংলায় ওয়েব ডিজাইন এর ধারাবাহিক টিউটোরিয়াল গুলা দেখুন...

বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা ব্যাথিত; মিরাজকে নিয়ে একি লিখল ভারতীয় মিডিয়া

বিশ্ব ক্রিকেটে নতুন বিস্ময়ের নাম মেহেদি হাসান মিরাজ। অভিষেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে ভেঙ্গে দিয়েছেন ১২৯ বছরের রেকর্ড। ১৯ বছর বয়সি এ তরুণ ক্রিকেটারের মায়াবী ঘূর্ণিতেই ইংল্যান্ডকে হারাতে সক্ষম হয় বাংলাদেশ। ঢাকা টেস্টের নায়ক মিরাজকে নিয়ে কলকাতার একটি গণমাধ্যম একটি প্রতিবেদন করেছে। আজকাল পত্রিকার ওই শিরোনামটি হলো, ‘অটো চালকের ছেলের হাতে ইংল্যান্ড হেরে গেল!’
দেবাশিস দত্তের লিখেছেন, খুলনার ছেলে মিরাজ। ৩ সপ্তাহ আগেও তাকে কেউ চিনতো না। এই ডান হাতি স্পিনারই ঘোল খাওয়ালো ইংল্যান্ডকে। শেষ টেস্টে দুই ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। দুই ম্যাচের সিরিজে নিয়েছেন ১৯ উইকেট, হয়েছেন সিরিজ সেরা। মিরাজ নিজেও ভাবেননি এতো উইকেট পাবেন। সেই মিরাজই হয়ে গেলেন সিরিজ নির্ধারক। হঠাৎ করে আবির্ভাব হলেন বাংলাদেশের ক্রিকেটে। মিরাজের উথ্থানকে ‘গোকুলে বাড়ার মতোই’ বলে উল্লেখ করেছেন তিনি।
মিরাজ নিজেকে সব সময় আড়ালে রাখতে চান উল্লেখ করে প্রতিবেদনে। বলা হয়েছে, সিনিয়র ক্রিকেটাররা যেন অসম্মানিত না হন এজন্য তাক লাগানো এমন সাফল্যের পরও নিজেকে লুকিয়ে রাখতে চান মিরাজ। সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থী একেবারেই নিষ্পাপ। দেখতেই ভালো লাগে। মিরাজ নিজেও বলেছেন চট্টগ্রাম টেস্টে অনেক নার্ভাস ছিলেন। কিন্তু সিনিয়রদের অভয় পেয়ে নিজের মতো বল করে গেছেন। এভাবেই সৃষ্টি করেন ইংলিশবধের গল্প। তার ঘূর্ণি জাদুতে কুপোকাত হয় ইংলিশরা।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এই ১৯ বছর বয়সি অলরাউন্ডার মিরাজকে ‘জুনিয়র সাকিব’ বলা হয় বলে উল্লেখ করা হয়েছে। সাকিবের আগ্রাসী মনোভাবকে ছোটবেলা থেকেই ফলো করেন মিরাজ। মিরাজের পথচলা শুরু কলাবাগান ক্রিকেট ক্লাব থেকে। বলা হচ্ছে, অখ্যাত কোচ সোহেলের কাছেই সৃষ্টি ক্রিকেটের এই নতুন রত্ন। তবে ইংল্যান্ড নাকি পা পিছলে হেরেছে বলে উল্লেখ করেছেন ওই প্রতিবেদক।
বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনও করেন ওই ক্রিকেটার। বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টুকটুক করে নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। মুস্তাফিজুরের পর মেহেদিকে নতুন বিস্ময় হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে শিরোনামে মিরাজের বাবাকে অটোচালক বলে যেভাবে কটাক্ষ করা হয়েছে সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি। বিষয়টিতে ব্যাথিত হয়েছেন ক্রিকেটপ্রেমি সাধারণ মানুষ।

আমি মাশরাফির হ্যাটার
হ্যা আপনি ঠিকই শুনেছেন আমি ম্যাশের হ্যাটার।
আপনারা চাইলেই রিপোর্ট মেরে আমার আইডি নষ্ট করতে পারেন।
বাট শেষে যাওয়ার আগে কিছু কথা বলে যাই।
আমি আগে থেকেই মাশরাফিকে তেমন পছন্দ করতাম।
আর এখন মাশরাফির কিছু অন্ধ ভক্তের জন্য পুরাপুরি হ্যাটার হয়ে গেছি।
যে যে মাশরাফি ফ্যানস ভাবেন যে মাশরাফিই দলের সব তাদের জন্য এই পোস্ট।
কয়েক দিন ধরে আমি দেখতেছি
মাশরাফি ফ্যানেরা মুশফিক এর ক্যাপ্টেনসি নিয়ে কথা তুলল।
যে কোথাই মাশরাফি আর কোথাই মুশফিক। মাশরাফি যদি মাঠের এক কোনাই দারিয়ে থেকে যদি ক্যাপ্টেন করে তাহলে মাশরাফির অবদানে বাংলাদেশ ম্যাচ জিতবে।
আর মাঠে যদি মুশফিক কঠোর পরিশ্রম করে ম্যাচ জিতায় তাহলে নাকি সেই ম্যাচে মুশফিকের কোনো অবদান থাকে না।।
আবার সাকিব কে বলে যে সাকিব অহংকারী সাকিব দেশের জন্য খেলেনা' সাকিব নাকি নিজের জন্যে ও তার বউয়ের জন্য খেলে।
আরে বেটারা সাকিব কে কোথায় অহংকার করতে দেখছিস??????
সাকিব যদি দেশের জন্যে না খেলে তাহলে কি তুর বাপ দের জন্য খেলে???
সাকিব যদি দেশের জন্য নাই খেলতো তাহলে তাহলে প্রতেকটা ম্যাচেই সাকিবের
কিছু না কিছু অবদান কেনো থাকেই।
আরো বলে মাশরাফি ক্যাপ্টেন হওয়ার পর থেকেই বাংলাদেশ উন্নতি হয়েছে। এই কথা সত্য।
বাট দেশের ক্রিকেট উন্নতি হয়েছে,,
তাসকিন,মোস্তাফি
জ,সোম্য,সাব্বির,
এই রকম কিছু প্রতিভাবান খেলোয়াড় কে পেয়ে।
এবং অভিজ্ঞ কোচ হাতুড়ে কে পেয়ে।
#আগে মোস্তাফিজ,তাসকি
ন,সোম্য,সাব্বির ছিলনা,
শুধু ছিল এক আশরাফুল শুধু তার অপর নির্ভর করেইই বাংলাদেশ ম্যাচ জিততো
আর বাকিরা সবাই মিলে ছিল এক আশরাফুল এর সমান।।
এই সব কথা বললাম শুধু ওই সব ক্রিকমদন দের যারা মাশরাফি সারা কিছুই বুঝেনা তাদের কে।।
(বিঃদ্রঃযারা এই রকম ফ্যান্স তারাই শুধু বাঝে কমেন্ট করনেন।)

Basic Web Design bangla tutorial- Part-01| How to use basic html tag.